এতদ্বারা অত্র ১৬নং সাহেরখালী ইউনিয়নের অন্তর্গত সলক জনসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা মোতাবেক বিগত ০১/০১/২০২৪ইং তারিখ হতে অত্র ১৬নং সাহেরখালী ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত বিভিন্ন সেবা ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, সকল প্রকার প্রত্যয়নপত্র অনলাইনে অন্তর্ভূক্ত করে সনদ প্রদানের সিস্টেম চালু করা হয়েছে।
বি:দ্র: যে সকল ব্যক্তি অনলাই আবেদন করবেন তাদেরকে ম্যানুয়েলি আবেদন কপি অনলাই আবেদন পূর্বে অত্র কার্যালয়ে জমা দিতে হবে। এই ছাড়া প্রতিটি আবেদনের অনলাইন ফি ব্যতিত প্রতিটি সনদের পৃথক পৃথক ফি অত্র কার্যলয়ে প্রদান করিতে হইবে।
আবেদন লিংক: https://saherkhali.upsheba.com/
১. ওয়ারিশ সনদ
২. ট্রেড লাইসেন্স
৩. চারিত্রিক সনদ
৪. ভূমিহীন সনদ
৫. পারিবারিক সনদ
৬. অবিবাহিত সনদ
৭. পুন: বিবাহি না হওয়া সনদ
৮. প্রতিবন্ধি সনদ
৯. বিবাহিত সনদ
১০. অভিবাবকের আয়ের সনদপত্র
১১. জীবিত ব্যক্তির ওয়ারিশ সনদ
১২. স্থায়ি বাসিন্দা সনদ
১৩. এতিম সনদপত্র
১৪. দাপনকার্য় সনদ
১৫. রিনিউ ট্রেড লাইসেন্স
১৬. একই নামের প্রত্যয়নের
১৭. বার্ষিক আয়ের প্রত্যয়নের
১৮. অনুমতি পত্রের আবেদন
১৯. অনাপত্তি পত্রের আবেদন
২০. প্রত্যয়নপত্র
২১. ভোটার তালিকায় অন্তভূক্তি না হওয়ার প্রত্যয়ন
২২. নি:সন্তান প্রত্যয়ন
২৩. প্রত্যয়নপত্র (অন্যান্য)
২৪. ভোটার এলাকা স্থানান্তার অনাপত্তিপত্র
২৫. অবকাঠামো নির্মানের অনুমতিপত্র
২৬. জাতীয় পরিচয় পত্র সংশোধন প্রত্যয়নপত্র
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস